; Surovi
;

Information-Photo

Ramadan Program in Bangladesh

দাতা সংস্থা Human Concern International (HCI) Canada এর অর্থায়নে Zero Hunger and Mainutrition Proram (ZH), Ramadan Food Distribution- Bangladesh -২০২৫  প্রোগ্রাম এর মাধ্যমে পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি, কলাবাগান, কাঠালবাগান, হাজারীবাগ, ঝিগাতলা, রায়েরবাজার, ধলপুর, কামরাঙ্গীরচর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মীরপুর এলাকার বিভিন্ন বস্তিতে অবস্থানরত দরিদ্র অসহায় পরিবারের  মধ্যে ১ (এক) মাসের খাদ্য সামগ্রী প্রদানের জন্য উল্লেখিত এলাকা থেকে যাদের পরিবারের সদস্য সংখ্যা ৫ থেকে ৬ জন, এমন ৬৫০টি পরিবারকে বাছাই করে পবিত্র রমজান মাসের জন্য খাদ্য সহায়তা বাবদ যেমন- চাল, ডাল, তেল, লবন, চিনি, দুধ, সেমাই, খেজুর, সোলার ডাল, ডিম এবং মুরগির মাংস ইত্যাদি সহায়তা প্রদান করা হয়। যা দিয়ে তাহারা পবিত্র রমজান মাসে পরিবারের সদস্যদের তথা ছেলে/মেয়েকে নিয়ে রমজান মাসটি উপভোগ করতে পেরেছেন।

Get in touch!

Address

  • SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.

  • (+880-2) 44613637

  • info@surovi.org, surovi69@yahoo.com

MAP