;
গতকাল ২১/০৭/২০২৫ তারিখে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু’র প্রতিষ্ঠিত সুরভি'র সকল দুঃস্থ, অসহায় শিশু কিশোরা শোকাহত।
নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থ্যতার জন্য সুরভি’র দুঃস্থ, অসহায় শিশু-কিশোরদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ছোট্ট কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মহান আল্লাহ তা'আলা যেন তাদেরকে বেহেস্ত নসীব করেন। তাছাড়া যে সকল শিশু-কিশোররা আহত হয়ে হাসপাতালে আছেন, তাদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সাথে সাথে সকল শোক-সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়। মহান আল্লাহ যেন তাদেরকে ধৈয্যধারন করার শক্তি দান করেন। আমিন!
SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.
(+880-2) 44613637
info@surovi.org, surovi69@yahoo.com