;
সুরভি দাতা সংস্থা Canada Bangladesh Muslim Society (CBMS) এর সহযোগিতায় Orphan Children Scholarship Project-২০২৪/২৫ এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ১১০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে Scholarship এর প্রথম কিস্তি বাবদ প্রতি শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন সুরভির নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন Canada Bangladesh Muslim Society (CBMS) এর President জনাব মোস্তফা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক জনাব সৈয়দ আক্তার ইউসুফ সহ সুরভির কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.
(+880-2) 44613637
info@surovi.org, surovi69@yahoo.com