; Surovi
;

About- Event

SUROVI SCHOOL

বন্ধুরা! এই ছবিতে যাদেরকে দেখছেন তারা সবাই দরিদ্র পরিবারের ছেলে মেয়ে সুরভির শিক্ষার্থী। সকালে সুরভিতে আসে কেহ খেয়ে আবার না খেয়ে। তাই ক্লাসের ফাঁকে ফুটপাতে ফেরিওয়ালার কাছ থেকে কিছু কিনে ক্ষুধা নিবৃত করে। আমার আবেদন এমন কোন হৃদয়বান ব্যাক্তি আছেন যারা এদের টিফিনের ব্যবস্থা করবেন! আপনারা যদি এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাহলে ওরাও একদিন সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারবে। নিজেকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে পারবে।

Get in touch!

Address

  • SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.

  • (+880-2) 44613637

  • info@surovi.org, surovi69@yahoo.com

MAP