;
গতকাল ১০/০৯/২০২৪ ফেনী জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে সুরভি'র পক্ষ থেকে ভয়াবহ বন্যায় জনগণের চিকিৎসার জন্য বিভিন্ন আইটেমের ১৪০০ পিচ (২২ কার্টুন) ঔষধ হাসপাতাল তত্ব াবধায়ক জনাব ডাঃ. আবুল খায়ের মিয়াজী এর কাছে হস্থান্তর করেন সুরভি'র নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের। পরে নির্বাহী পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন রুগীদের সাথে কথা বলেন এবং সুরভি'র প্রতিষ্ঠাতার পাঠানো উপহার সামগ্রী রোগীদের মাঝে বিতরণ করেন।
SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.
(+880-2) 44613637
info@surovi.org, surovi69@yahoo.com