;
সুরভি পরিচালিত দাতা সংস্থা Canada Bangladesh Muslim Society (CBMS) এর অর্থায়নে Orphan Children Scholarship Programme 2023-24এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় অবস্থিত মাধ্যমিক বিদ্যালয় অধ্যায়নরত ৬৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে Scholarship এর প্রথম কিস্তির টাকা বাবদ প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন দাতা সংস্থার ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ জামিন জামান এবং সুরভির নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিসেস জামান, সাবেক হাইকমিশনার জনাব মোঃ ইয়াকুব, সুরভির ডাইরেক্টর প্রোগ্রাম জনাব মুহাম্মদ মাসুদ, ডেপুটি ডাইরেক্টর জনাব আব্দুল কাদের এবং সুরভির সকল সদস্য বৃন্দ।
SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.
(+880-2) 9661468
info@surovi.org