; Surovi
;

About- Event

“Narir Khomota (Women’s Empowerment)

আজ ২৮শে আগষ্ট ২০২৫। দাতা সংস্থা Impact Investment Exchange(IIX) Foundation এর সহায়তায় সুরভি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ এলাকায় “Narir Khomota (Women’s Empowerment) প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুলে অধ্যায়নরত দরিদ্র, অসহায়, শ্রমজীবী শিক্ষার্থীদের মা, চাচী, ফুফু, খালা এবং বোনদের মধ্য থেকে ৬০ জন দরিদ্র মহিলাকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন সুরভির নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের সাহেব। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ শেষে তারা তাদের বাসায় গিয়ে নিজ নিজ ছেলে মেয়েদেরকে কম্পিউটার শিক্ষায় সহায়তা করতে পারেন ও তাদের প্রতিবেশীদের কম্পিউটার শিক্ষা প্রদান করতে সহায়তা করবেন। তাছাড়া বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার জানা থাকলে সে নিজেকে বিভিন্ন কর্মে আত্মনিয়োগ করতে পারবে যাহা নারীর ক্ষমতায়নে সহায়ক ভুমিকা পালন করবে।

Get in touch!

Address

  • SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.

  • (+880-2) 44613637

  • info@surovi.org, surovi69@yahoo.com

MAP