;
ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর উদ্যোগে সুরভির শিক্ষার্থীদের নিয়ে "Empathy" কমিটির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরভির নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের। ওয়াইডাব্লিউসিএ স্কুলের শিক্ষার্থীরা সুরভির শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে ওয়াইডাব্লিউসিএ স্কুলের শিক্ষকবৃন্দ সুরভির শিক্ষার্থীদের জন্য মশা নিধনের উপকরণ প্রদান করেন।
SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.
(+880-2) 9661468
info@surovi.org